মাহতাব হাওলাদার, মহিপুর
পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে এবং বাউল শিল্পী আবুল সরকার ও ব্রাহ্মণবাড়িয়ার যুবক বাইজিদ আহমেদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) আসর নামাজের পরে কুয়াকাটা স্টুডেন্ট অ্যালায়েন্স–এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম–মুয়াজ্জিনসহ কয়েক শতাধিক মুসুল্লি অংশ নেন। কর্মসূচি শেষে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তব্য দেন কুয়াকাটা সাগর সৈকত জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মোস্তফা কামাল, কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, ইমাম ক্বারী মো. নজরুল ইসলাম, মাওলানা আব্দুল খালেক, কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, হাফেজ মো. হুমায়ুন কবির, মাওলানা মোবাশ্বের হোসেন, হাফেজ মশিউর রহমান এবং স্টুডেন্ট অ্যালায়েন্সের সদস্য মুজাহিদ সিফাত ও আরিফুল ইসলাম।
বক্তারা বলেন, বাউল আবুল সরকার ও ব্রাহ্মণবাড়িয়ার যুবক বাইজিদ আহমেদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ব্যবস্থা নেওয়া হলেও এখনো বিচার প্রক্রিয়া দৃশ্যমান নয়। ধর্মীয় বিষয়ে অবমাননাকর মন্তব্যের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এসময় তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধর্ম অবমাননার মতো সংবেদনশীল ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে ভবিষ্যতে কেউ এমন সাহস পাবে না। চলমান মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং অভিযুক্তদের কঠোর শাস্তির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।