বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০:০০ টায় বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয় এর হলরুম এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
কেদারপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ কামাল হোসেন হাওলাদার এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মোস্তফা দুয়ারী এর সঞ্চালনায় ত্রি-বার্ষিক এর সম্মেলনে বাবুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল ও কেদারপুর ইউনিয়ন বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সম্মেলনে কেদারপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি – সম্পাদক এর ভোটের মাধ্যমে তিন বছরের জন্য ইউনিয়ন বিএনপি সভাপতি নির্বাচিত হন মোঃ কামাল হোসেন হাওলাদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ মোস্তফা দুয়ারী। এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স নব গঠিত কমিটির উদ্দেশ্যে বলেন পূর্ণাংগ কমিটিতে বিএনপির ত্যগি নেতা কর্মীদের নিয়ে গঠন করতে হবে, অন্যথায় এ কমিটি অনুমোদন দেবেনা উপজেলা কমিটি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।