পারভেজ সরদার।।
বরিশাল বিমানবন্দর থানার চহুতপুর গ্রামের কাজী বাকের হোসেনের সংসারের একমাত্র উপার্জনক্ষম সন্তান ছিলেন কাজী বায়েজিদ হোসেন আকাশ। তিনি বরগুনার আমতলী বিদ্যুৎ অফিসে লাইনম্যান পদে চাকরি করতেন। গত শুক্রবার বিকেলে আমতলীর হরিমৃত্যুঞ্জয় গ্রামে ট্রান্সফর্মার স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বায়েজিদ হোসেন (২৪) মারা যান।
পরদিন জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।