শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

রাজাপুরে বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বুলবুল আহমেদ, রাজাপুর ঝালকাঠি প্রতিনিধি।।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজাপুরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১টায় উপজেলার মায়ের দোয়া কমিউনিটি সেন্টারে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রাজাপুর উপজেলা জুয়েলার্স সমিতির সভাপতি সঞ্জয় কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি অধির রঞ্জন মালাকার, সহসভাপতি উজ্জ্বল কর্মকার, শিশির সিকদার, রাফি খান, পার্থ কর্মকার, কার্তিক মালাকারসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা বাজুসকে দেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, জুয়েলারি খাতের উন্নয়ন, নিরাপত্তা এবং ন্যায্য অধিকার রক্ষায় বাজুস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমিতির সাধারণ সম্পাদক গোপাল কর্মকার তার বক্তব্যে বলেন, “সারা দেশের ন্যায় রাজাপুর উপজেলা জুয়েলার্স সমিতি বাজুসের সদস্য হতে পেরে গর্বিত। সকল সদস্যদের ঐক্যবদ্ধ থেকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হবে।”

অনুষ্ঠান শেষে কেক কেটে বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে উপজেলা জুয়েলারি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *