শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার নিহতদের রুহের মাগফেরাত কামনা করছি, আহতদের দ্রুত সুস্থতার জন্য রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ যেন আহতদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। তাদের প্রতি রহম করুন।

সাথে সাথে আমরা ঘোষণা করতে চাই এই দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত সকলের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা আহতদের সুস্থতা কামনা ও নিহতদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে দোয়া মহফিল ও ইয়াতিম খানায় খাবার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরার একটি মিলনায়তনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মহানগরী কর্মপরিষদ সদস্য মুহিবুল্লাহ, জামাল উদ্দিন ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, মহানগরীর মজলিসে শূরা সদস্য মাহবুবুল আলম, ইব্রাহিম খলিল, মাজহারুল ইসলাম,হাসনাইন আহমেদ, গাজী মনির হোসাইন, আবু বকর সিদ্দিক, ইসরাইল হোসেন প্রমুখ।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *