শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

লালমোহনে অর্ক-জহিরকে বিএনপির নেতৃত্বে চেয়ে বিশাল পদযাত্রা

আজিম উদ্দিন খান, লালমোহন।।

আসন্ন ২৬শে জুলাই ভোলার লালমোহন উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে ইসলামিয়া কামিল মাদরাসার সামনে থেকে পদযাত্রা বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পদযাত্রায় নেতাকর্মীরা মিছিলের মাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এর যোগ্য উত্তরসূরি তাহারাত হাফিজ অর্ককে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি এবং দলের দীর্ঘদিনের পরীক্ষিত সংগঠক মো. জহিরুল ইসলাম (সুমন)-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দেয়ার দাবি জানান।

পদযাত্রায় উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আসা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় তারা বলেন, তাহারাত হাফিজ অর্ক একজন তরুণ, শিক্ষিত এবং আধুনিক নেতৃত্বের প্রতীক। তিনি তার মেধা ও প্রজ্ঞা এবং রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে ইতিমধ্যে উপজেলা জুড়ে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। অপরদিকে, জহিরুল ইসলাম সুমন লালমোহনের রাজপথে বহুবার নির্যাতিত হলেও দলের প্রতি নিজের নিষ্ঠা ও আত্মত্যাগে কখনো পিছপা হননি।

অর্ক-জহির লালমোহন উপজেলা বিএনপি নেতৃত্বে আসলে সাংগঠনিক কর্মকাণ্ড আরো বেগবান হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *