আজিম উদ্দিন খান, লালমোহন।।
বাংলাদেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এর থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। আগামী ফেব্রুয়ারির মাসের মধ্যেই নির্বাচন হতে হবে। নাহলে বিএনপি সব অপশক্তির বিরুদ্ধে আন্দোলন করে গনতন্ত্র প্রতিষ্ঠা করবে।
কোনো উপদেষ্টা আগামী পাঁচ বছর পার করে দেয়ার মতলব মনে মনে পুষছেন। এটা হতে দেয়া হবে না। তিনি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের সমালোচনা করে বলেন, যেসব দল মনে করে ভোটে এমপি হতে পারবেনা তারাই কেবল পিআর পদ্ধতি চায়।
লালমোহনের ভোটাররা কুড়িগ্রামের নেতাকে এমপি বানাবে এটা হতে পারেনা। তিনি তাঁর বক্তব্যে শেখ হাসিনার সমালোচনা করে বলেন, বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যা শেখ হাসিনা ধ্বংস করেননি। আমাকে ভোটে হারাতে পারবেনা তাই শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়ে ঢাকার গুন্ডাকে আমার সাথে নির্বাচনে পাঠিয়েছে।
আমি বাংলাদেশ সৃষ্টির কারিগর মেজর জিয়াউর রহমানের সাথে একসাথে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। বাংলাদেশকে হাসিনা সরকার ভারতের সেবাদাস বানিয়ে ফেলেছে। আল্লাহর গজবে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমার এলাকার এগারো জন শহীদ হয়েছে সব খেটে খাওয়া সাধারণ মানুষ। যারা মুটে, মজুর, ক্ষুদ্র ব্যবসায়ী।
২৬জুলাই শনিবার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি’র কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ এসব কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেজর হাফিজের ছোটো ছেলে তাহারাত হাফিজ অর্ক।
উপজেলা আহবায়ক মেজর হাফিজের ছোটো ছেলে তাহারাত হাফিজ অর্কের সভাপতিত্বে সদস্য সচিব সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের উপস্থাপনায় সম্মেলন উদ্ধোধন করেছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মুহাম্মদ রহমত উল্লাহ। প্রধান বক্তা ছিলেন বিএনপির বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ- সাংগঠনিক সম্পাদক আকম কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা আহ্বায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম- আহ্বায়ক সফিউর রহমান কিরন, সদস্য সচিব মোঃ রাইসুল আলমসহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
কাউন্সিলে প্রস্তাব সমর্থনের মাধ্যমে লালমোহন উপজেলা রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর হাফিজের চাচাতো ভাই জাফর ইকবালকে সভাপতি ও সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতকে সেক্রেটারি ঘোষণা করা হয়।
লালমোহন পৌরসভা কমিটিতে ছাদেক মিয়া জান্টুকে সভাপতি ও কামরুজ্জামান বাবুল পাটোয়ারীকে সেক্রেটারি হিসেবে ঘোষনা করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।