বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বরগুনার বিষখালীতে বড়শিতে ধরা পড়ছে পাঙ্গাস

নিজস্ব প্রতিবেদক।। 

বরগুনার বিষখালী নদীতে তেমন ইলিশের দেখা না মিললেও বড়শিতে ধরা পড়ছে পাঙ্গাস। সরবরাহ ও চাহিদার ভারসাম্য থাকায় খুশি মাছ ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।

বুধবার (৩০জুলাই) দুপুরে বরগুনা পৌর মাছ বাজারে সরেজমিনে দেখা যায়, বেশ কয়েকজন খুচরা বিক্রেতা বড়শিতে ধরা নদীর পাঙ্গাস বিক্রি করছেন। স্থানীয়ভাবে এই মাছের বেশ চাহিদা তৈরি হয়েছে।

ক্রেতা সামনা আক্তার বলেন, নদীর পাঙ্গাস আমার পরিবারের সবার প্রিয় মাছ। আজ তিন কেজি ওজনের একটি পাঙ্গাস কিনেছি। এ মাছগুলো সাধারণত সাদা বর্ণের হয় এবং খেতে অনেক সুস্বাদু। দাম তুলনামূলক বেশি হলেও স্বাদ ও মানের কারণে আমরা পছন্দ করি।

পৌর বাজারের খুচরা মাছ বিক্রেতা আবু শরীফ বলেন, সকালে ভাই ভাই ফিশ আড়ত থেকে বড়শিতে ধরা পাঙ্গাস কিনে খুচরা বাজারে বিক্রি করছি। প্রতিদিনই ভালো সাড়া পাচ্ছি। তিন কেজি ৫০গ্রাম থেকে চার কেজি ওজনের পাঙ্গাস মাছ ৮৫০ টাকায় এবং এক কেজি ৫০গ্রাম থেকে আড়াই কেজির মাছ ৭৫০টাকায় বিক্রি হচ্ছে।

স্থানীয় জেলেরা জানান, নদীতে ইলিশের অভাব থাকলেও বড়শিতে মাঝেমধ্যেই ধরা পড়ছে বড় সাইজের দেশি পাঙ্গাস। এই মাছ ইলিশের বিকল্প হিসেবে ক্রেতাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে।

আরো পড়ুন

বাবুগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

বাংলাদেশ বাণী ডেক্স ঢাকা থেকে পরিবারসহ বরিশালে বেড়াতে এসে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *