নিজস্ব প্রতিবেদক।।
সোনাকাটা (তালতলী), বরগুনা | উপকূলীয় জীববৈচিত্র্য ও মৎস্যজীবী জনগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে গঠিত হলো ২৫টি নারী নেতৃত্বাধীন মৎস্যজীবী সংগঠন। এ উদ্যোগ বাস্তবায়ন করেছে উন্নয়ন সংগঠন ‘সিবিডিপি’, ফিশনেট (FISHNET) প্রকল্পের আওতায়।
প্রতিটি সংগঠন গঠনের ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় ছিল পরিবারের ভিত্তিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং সেখানে নারীদের নেতৃত্বে প্রাধান্য দেওয়া হয়েছে। নিদ্রার চর, মধ্যনিদ্রা, ইদুপাড়া, সকিনা, ছোট আমখোলা, বড় আমখোলা ও কবিরাজপাড়ার মতো ৭টি ওয়ার্ডে সংগঠনগুলো গঠন করা হয়েছে। এর মধ্যে মধ্যনিদ্রাতে সর্বোচ্চ ৯টি এবং ইদুপাড়ায় ৬টি সংগঠন গঠিত হয়।
গ্রুপ গঠনের প্রক্রিয়ায় পূর্ববর্তী প্রাথমিক ডাটাবেইজ বিশ্লেষণ, দরিদ্র ও মৎস্যনির্ভর পরিবার চিহ্নিতকরণ, বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই এবং স্থানীয় জনপ্রতিনিধি ও অভিজাতদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সদস্য নির্বাচন করা হয়। প্রতিটি সংগঠনের সদস্যদের একটি করে সাধারণ সভার মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা এবং রেজিস্টার সংরক্ষণ প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।
এই সংগঠনগুলো পরবর্তীতে একটি ইউনিয়ন মৎস্যজীবী উন্নয়ন ফেডারেশনের মাধ্যমে বৃহত্তর অংশগ্রহণ, অধিকার আদায় এবং নীতিগত প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করবে।
উল্লেখ্য, ‘সিবিডিপি’ বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে, টেকসই উপকূলীয় বাস্তুতন্ত্র রক্ষা, জীবিকা উন্নয়ন এবং মৎস্যসম্পদ সংরক্ষণে স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি ও সংগঠিতকরণ। প্রকল্পটি ২০২৪ সালের ডিসেম্বরে শুরু হয়ে ২০২৮ সাল পর্যন্ত চলবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।