লালমোহন প্রতিনিধি।।
জুলাই গন-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে লালমোহন ইসলামিক মডেল মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক মডেল মাদরাসা এলামনাই এসোসিয়েশনের আয়োজনে এই প্রতিযোগিতায় মডেল মাদরাসার ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা হয়। এছাড়াও প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় এলামনাই এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম ফুয়াদের নির্দেশনায় সদস্য মোঃ উমর ফারুক, জিনেদিন জিদান, আবদুল্লাহ আল মামুন, মোঃ নাফি, মোঃ রাসিফুল ইসলাম উপস্থিত থেকে প্রতিযোগিতাটি সম্পন্ন করেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন ইসলামিক মডেল মাদরাসার শিক্ষকদের মধ্যে মোঃ রিয়াজ শরীফ, মোঃ ইমাম হোসেন , মোঃ আমজাদ হোসেন, আবদুল্লাহ আন নাঈম, মোঃ নুর হোসেনসহ অন্যান্য শিক্ষকগন। আগামী ৫ আগষ্ট আনুষ্ঠানিক ভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।