শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

১৭ বছর গুম- খুন করার কারণে ৫ আগস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে: নাজিম উদ্দীন আলম

নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন :
ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম বলেছেন, ১৭ বছর সারা দেশে গুম ও হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা পারিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে।
মঙ্গলবার ৫ আগস্ট বিকালে জুলাই- আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে বিজয় র্যালি শেষে  চরফ্যাশন উপজেলা বিএনপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাজিম উদ্দিন বলেন, ২০০৮ সাল থেকে এই দেশের মানুষ গণতান্ত্রিক নিয়মে ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ সরকার নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ চুরমার করে দিয়েছিল। শেখ হাসিনার নির্দেশে বিচারকার্য পরিচালিত হতো। তারা ছাত্রলীগ ও যুবলীগকে দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসিয়েছিল। নাজিম উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করেছে, আগামী রোজার আগে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আলম বলেন, বিএনপি হলো সাধারণ জনগণের দল। তারা গণতান্ত্রিক নিয়মে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ গঠন করবে। এ দেশের মানুষ চায় জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনগণ ভোট দিতে চায়, তারা বারবার ব্যর্থ হয়েছিল। গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য গত ১৬ বছর বিএনপি লড়াই করেছে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আমিনুল ইসলাম মিন্টিজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  মীর শাহাদাত হোসেন ছায়েদ, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ইসলামী আসলামী, সাবেক আপ্যায়ন  বিষয়ক সম্পাদক শামসুদ্দিন কাউছ, উপজেলা  যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, উপজেলা শ্রমিক দল সভাপতি মীর আআবুল  কালাম আজাদ প্রমুখ।

সম্পাদনা: আব্দুল্লাহ মামুন

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *