সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): গৌরনদীতে রাসেল ইংলিশ গ্রামার হোমস-এর মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সোমবার (৪ আগস্ট) দুপুরে গৌরনদী উপজেলা গেট সংলগ্ন প্রতিষ্ঠান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক এস. এম. রাসেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শুধু পরীক্ষায় পাশ করার জন্য শিক্ষা গ্রহণ নয়, বরং এমন একটি ভিত্তি তৈরি করতে হবে, যা একজন শিক্ষার্থীকে ভবিষ্যৎ কর্মজীবনে সফল হতে সহায়তা করবে।” তিনি আরও বলেন, “রাসেল ইংলিশ গ্রামার হোমস-এর শিক্ষার্থীরা কেবল ভালো ফলাফলই করছে না, পাশাপাশি ইংরেজি ভাষার উপর তাদের দৃঢ় ভিত্তি গড়ে উঠছে।” তিনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ, সরকারি আগৈলঝাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান, শিক্ষক মোহাম্মদ চুন্নু, বিশিষ্ট সমাজসেবক মীর আব্দুল আউয়াল মাসুম এবং গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক পলাশ রায়।
সংবর্ধিত শিক্ষার্থীরা জানান, এস এম রাসেল স্যার অত্যন্ত সহজবোধ্যভাবে ইংরেজি গ্রামার পড়ান। তাঁর পাঠদানের ধারা আমাদের জন্য খুবই উপযোগী ও সহজবোধ্য।
এক শিক্ষার্থীর অভিভাবক জানান, “আমি শুরু থেকেই আমার সন্তানের জন্য একজন দক্ষ ইংরেজি শিক্ষক খুঁজছিলাম। রাসেল স্যার যেভাবে পাঠদান করেন, তা শুধু ভালো রেজাল্টের জন্য নয়, বরং ইংরেজি শিক্ষার ভিত মজবুত করার জন্য যথেষ্ট।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।