শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। সরকারি প্রজ্ঞাপন ও পরিপত্র মোতাবেক বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ আগস্ট ২০২৫ দিবসটি উদযাপিত হয়।

এদিন বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে আয়োজন করা হয় জুলাই-২৪ এর ঘটনা ও চেতনা অবলম্বনে শর্ট ফিল্ম/ভিডিও প্রতিযোগিতা, Remembrance ভিডিও প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম । জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত এসকল অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন, পোস্টার, কবিতা, রচনা, স্লোগান ও গ্রাফিতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপাচার্যসহ অন্যান্যরা। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে এ দিন দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় ঐক্য ও বিজয়ের ফিস্ট।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *