শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

গ্রাহকের অর্থ নিয়ে কোন ধরনের প্রতারণা করেনি ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট

নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাসুরা বাজারে ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত এজেন্ট
তাদের লেনদেন সুনামের সাথে পরিচালনা করে আসছে। কোন গ্রাহক এখন পর্যন্ত এই এজেন্টের বিরুদ্ধে কোন অভিযোগ দিতে পারেনি। তবে যারা এজেন্ট নিতে আগ্রহী ছিলেন তাদের একটি পক্ষ সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়ে মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ নামে কাগাসুরা বাজারের ডাচ বাংলা ব্যাংকের এই এজেন্টের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করেছে। বুধবার বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট মোঃ নাইম হোসেন। তিনি বলেন বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা বাজারে  ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট হিসেবে  হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ ব্যবসায়িক জীবনে  সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করেছেন

একটি কুচক্রী মহল সাংবাদিক ভাইদের ভুল তথ্য প্রদান করে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করতে আমি কোটি টাকা নিয়ে উধাও’ এমন শিরোনামে আমার বিরুদ্ধে মনগড়া সংবাদ প্রকাশে উৎসাহিত করেছে।

তিনি দাবি করেন আমার এজেন্ট ব্যাংক এর কোন গ্রাহক তাদের অর্থ তছরূপের কোন অভিযোগ করেনি। আর আমিও নিয়মিত অফিস করছি। নাঈম বলেন, ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং ছাড়াও ব্রাইট ফিউচার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামক একটি সমিতির আলাদাভাবে পরিচালনা করেন তিনি।  কিছু সমস্যা হয়েছে তা ব্রাইট ফিউচার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামক একটি পৃথক সমিতি সংক্রান্ত।

এই সমিতি ক্ষুদ্রঋণ ও সঞ্চয়ভিত্তিক একটি উদ্যোগ, যা তিনি সমিতির নীতিমালা অনুযায়ী পরিচালনা করে আসছেন। সেখানে কিছু গ্রাহকের সঙ্গে লেনদেন সংক্রান্ত ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। তবে স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে। সুতরাং ডাচ বাংলা এজেন্ট ব্যাংক কাগাশুরা শাখা কোটি টাকা নিয়ে উধাও এ বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *