শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মাদকসেবী বখাটে সন্তানকে পুলিশে দিলেন বাবা

নিজস্ব প্রতিবেদক।। 

লাগামহীন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছেন পটুয়াখালীর এক বাবা।

এলাকাবাসীর সহায়তায় বৃহস্পতিবার (৭আগস্ট) দুপুরে ওই যুবককে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলার দুমকি উপজেলার উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমান হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (২৪) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

মাদকের সঙ্গে নানা অপরাধে জড়িয়ে পড়ায় সোহাগ হাওলাদারকে নিয়ে পরিবার, এমনকি প্রতিবেশীরাও চরম আতঙ্কে ছিলেন। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, পথচারী ও শিক্ষার্থীদের উত্ত্যক্ত করাসহ একাধিক অভিযোগ ছিল। বাড়িতে বাবা-মায়ের কথাও সে শুনতো না।

গত বুধবার রাতে সোহাগ পার্শ্ববর্তী শহীদ জসিমের বাড়িতে চুরির উদ্দেশ্যে দরজা ভাঙার চেষ্টা করে। খবর পেয়ে সোহাগের বাবা মিজানুর রহমান স্থানীয় ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম ও বারেক মেম্বারসহ গ্রামবাসীর সহযোগিতা চান। পরে সকলে মিলে সোহাগকে আটক করে দুমকি থানায় হস্তান্তর করেন।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, সোহাগকে চুরির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর এমন উদ্যোগে অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়বে বলেও তিনি মন্তব্য করেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *