নিজস্ব প্রতিবেদক।।
লাগামহীন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছেন পটুয়াখালীর এক বাবা।
এলাকাবাসীর সহায়তায় বৃহস্পতিবার (৭আগস্ট) দুপুরে ওই যুবককে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়।
মাদকের সঙ্গে নানা অপরাধে জড়িয়ে পড়ায় সোহাগ হাওলাদারকে নিয়ে পরিবার, এমনকি প্রতিবেশীরাও চরম আতঙ্কে ছিলেন। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, পথচারী ও শিক্ষার্থীদের উত্ত্যক্ত করাসহ একাধিক অভিযোগ ছিল। বাড়িতে বাবা-মায়ের কথাও সে শুনতো না।
গত বুধবার রাতে সোহাগ পার্শ্ববর্তী শহীদ জসিমের বাড়িতে চুরির উদ্দেশ্যে দরজা ভাঙার চেষ্টা করে। খবর পেয়ে সোহাগের বাবা মিজানুর রহমান স্থানীয় ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম ও বারেক মেম্বারসহ গ্রামবাসীর সহযোগিতা চান। পরে সকলে মিলে সোহাগকে আটক করে দুমকি থানায় হস্তান্তর করেন।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, সোহাগকে চুরির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর এমন উদ্যোগে অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়বে বলেও তিনি মন্তব্য করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।