শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবধর্না

আজিম উদ্দিন খান লালমোহন প্রতিনিধি।।

লালমোহন উপজেলার ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়ন গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ৪জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের অবসরজনিত বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন গজারিয়া প্রাথমিক শিক্ষক সমিতি।

শনিবার ৯আগস্ট সকাল দশটায় গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের মুজাম্মেল হক অডিটরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিবুল্লাহ’র সভাপতিত্বে অবসরজনিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন পূর্ব গজারিয়া ভ্যানগার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফরহাদ হোসেন আওলাদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মাওলানা মোঃ ফরিদ উদ্দিন। শামছল হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সমন্বয়ক তসলিম উদ্দিন শামীম। গজারিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলমগীর।

আরো উপস্থিত ছিলেন মোতাহারনগর ইউনিয়ন ও পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির নেতা মোস্তফা মাতব্বর, প্রভাষক নুরুদ্দিন ও মাইনুল। জেলা প্রাথমিক শিক্ষক নেতা শওকত আলী হেলাল, শিক্ষিকা বিবি হাজেরা চরউমেদ ইউনিয়ন গজারিয়া ২১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষক-শিক্ষিকা প্রমুখ।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *