শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

আইনজীবী আলিফ হত্যা মামলার চার্জশিটের শুনানি পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক।। 

চট্টগ্রামের চাঞ্চল্যকর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার্জশিটের গ্রহণযোগ্যতা শুনানি পিছিয়েছে।

রোববার (১০আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দীন এই আদেশ দেন।

এ মামলার বাদী আলিফের বাবাকে আগামী ২৫আগস্ট আদালতে উপস্থিত হতে বলে সমন জারি করেছেন আদালত। ওইদিন চার্জশিটের গ্রহণযোগ্যতা শুনানি অনুষ্ঠিত হবে৷

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী ও আদালতের সহকারী পিপি অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী৷

তিনি জানান, রোববার শুনানিকালে মামলার বাদী আলিফের পিতা অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। পরে আদালত বাদীকে উপস্থিতির জন্য সমন ইস্যু করেন এবং আগামী ২৫আগস্ট শুনানির দিন ধার্য করেন। তিনি আরও জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা দাখিল করা চার্জশিট অনুযায়ী এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত মোট আসামি ৪২জন। এর মধ্যে এজাহারভুক্ত তিনজন ও তদন্তে প্রাপ্ত একজনকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্তকারী কর্মকর্তা।

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৮জন আসামির মধ্যে এ মামলায় অভিযুক্ত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসসহ বর্তমানে কারাগারে রয়েছেন ২০জন আর পলাতক রয়েছেন ১৮জন।

ইসকন নেতা চিন্ময়কে আদালতে হাজির করা হয়নি। তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশগ্রহণ করেন।

গত বছরের ২৬নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন ৩১জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। ছয়টি মামলায় গ্রেপ্তার হন ৫১জন।

আরো পড়ুন

মায়ের কিডনি দিয়েও বাঁচানো গেল না ছেলের জীবন

সাকী মাহবুব পাংশা প্রতিনিধি।। রাজবাড়ীর পাংশা উপজেলার মুছিদাহ গ্রামে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। মৃত্যুর কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *