পটুয়াখালী-৩ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনায় বেগ পেতে হচ্ছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর গলাচিপায় একটি গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, দুই বা এক বছর পর যখনই নির্বাচন হয়, তখন আপনারা সমর্থন করলে নিজের জন্মস্থান থেকে নির্বাচন করবেন।
নুর বলেন, “প্রতিশোধ ও প্রতিহিংসা নয়, সংহতি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। পুরোনো দল এবং নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়।” তিনি নতুন রাজনীতি ও নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, “গণঅধিকার পরিষদের গণজোয়ার উঠেছে এবং আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই।”
তিনি দাবি করেন, “একক কোনো দল যেন সরকার গঠন করে ফ্যাসিবাদ সৃষ্টি না করতে পারে, তাই দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, এবং সংসদের মেয়াদ চার বছর করার দাবি করছি।” এই প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বর্তমান রাজনীতিবিদদের প্রতি নুর আহ্বান জানিয়ে বলেন, “বাড়াবাড়ি পীড়াপীড়ি ও দাম্ভিকতা করবেন না, যাতে আপনাদেরও শেখ হাসিনার মতো পালিয়ে যেতে না হয়।” তিনি বলেন, “আমরা সবাই এক দেশের মানুষ, একসঙ্গে বাঁচতে চাই।”
গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সির সঞ্চালনায় এবং আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিট নেতারা উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ছিলেন দলের সহ সভাপতি মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্য সচিব মো. শাহ আলম সিকদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের মুখপাত্র মো. সোয়েব মাস্টার, উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. রাসেল প্যাদা, সদস্য সচিব মো. আবুল হোসেন, পৌর যুব অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান হারুন এবং সদস্য সচিব মো. বশির রাড়ি।
আরো পড়ুন : গৌরনদী আ.লীগের সাধারণ সম্পাদক হারিছ ৫ দিনের রিমান্ডে