বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

মহিপুরে বিএনপির আলোচনা সভা ও নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) মহিপুর থানা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজের সঞ্চালনায় বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে একটি বর্ণাঢ্য র‍‍্যালি বের হয়ে মহিপুর-আলীপুর বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ। এছাড়া দিনব্যাপি আয়োজনে বিজয়ের গান, কবিতা আবৃত্তি ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা ছিলো অন্যতম আকর্ষণ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির দপ্তর সম্পাদক কাওসার মনির, মহিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, থানা শ্রমিক দলের আহ্বায়ক পিন্টু ভদ্র, যুগ্ম আহ্বায়ক সাগর শিকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ খান, সদস্য সচিব আতিকুর রহমান মিলন, থানা ছাত্রদলের সভাপতি তানজিল আলম, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, যুগ্ন আহ্বায়ক জয়নাল আবেদিন সবুজ, রুবেল মোল্লা, মহিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সজিব হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল-আমিন ও সাধারণ সম্পাদক আসলাম হাওলাদার প্রমুখ।
বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশপ্রেমের চেতনা বুকে ধারণ করে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার পাশাপাশি বিজয় দিবস উদযাপনের মাধ্যমে মহিপুরবাসীকে জাতির গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ হতে আহ্বান জানান। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন বিএনপির তিনশতাধিক নেতাকর্মী

মোঃ আল-আমিন, বাউফল // পটুয়াখালীর বাউফল উপজেলায় দুধ দিয়ে গোসল বিএনপি ও সহযোগী সংগঠনের তিনশত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *