বুধবার, মে ৭, ২০২৫

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেকশনে গার্মেন্টকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নারীসহ দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন সেন্টেক্স ফ্যাশন লিমিটেডের সুইং অপারেটর আলআমিন হোসেন (১৭) ও ঝুমা আক্তার (১৫)। এই ঘটনা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মিরপুর ১৪ কাফরুল এলাকায় ঘটে।

কর্মচারীরা জানান, মৌসুমী গার্মেন্টস কর্তৃপক্ষ হঠাৎ করে কারখানা বন্ধ করে দেয়, যার কারণে সকালে তারা কারখানার সামনে অবস্থান নেন। এক পর্যায়ে আশপাশের সব কারখানাও ছুটি ঘোষণা করে। তখন শ্রমিকরা রাস্তায় অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটে। অভিযোগ করা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছুঁড়লে আলামিন ও ঝুমা গুলিবিদ্ধ হন।

আলামিনের সহকর্মী মো. কবির হোসেন জানান, আলামিনের বাড়ি খুলনায়। সে মিরপুর-১৪, বিআরপি এলাকায় থাকে এবং সকালে কারখানা ছুটি হওয়ার পর বাসায় ফিরছিল। তখন তার পিঠে গুলি লাগে।

ঝুমার বড় বোন মর্জিনা বেগম বলেন, ঝুমা সেন্টেক্স ফ্যাশনে অপারেটর হিসেবে কাজ করে এবং তার ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানিয়েছেন, আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরো পড়ুন

শেরে বাংলার জীবনী পাঠ্যবইয়ে  অন্তর্ভুক্ত করার দাবি

নিজস্ব প্রতিবেদক।। শেরে বাংলার ৬৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন, পরবর্তী প্রজস্মের কাছে চির স্মরণীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *