বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

১৫ বছর পর ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন ফজলুল্লাহ।

১৫ বছরের ব্যবধানে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহকে অপসারণ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমানের সই করা একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২ক-এ প্রদত্ত ক্ষমতাবলে এ কে এম ফজলুল্লাহর চট্টগ্রাম ওয়াসার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে এবং তাকে এমডি পদ থেকে অপসারণ করা হয়েছে। এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, ৭ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান চট্টগ্রামে এসে বিভিন্ন প্রকল্পের ব্যয় বৃদ্ধি, পানি চুরি, প্রকল্পগুলোর সময়মতো শেষ না হওয়া এবং অন্যান্য অনিয়মের তদন্ত করেন।

এ কে এম ফজলুল্লাহ ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন এবং ২০০০ সালে চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে অবসর নেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের অধীনে প্রথমবারের মতো তিনি চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য নিয়োগ পান। এরপর ২০১১ সালে ব্যবস্থাপনা পরিচালকের পদ সৃষ্টি হলে তিনি সেই পদেও নিয়োগ পান। এরপর থেকে ১৫ বছর ধরে এমডি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ফজলুল্লাহর বিরুদ্ধে ওয়াসার বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে, যার ফলে জনসাধারণের মধ্যে তার পদত্যাগ ও শাস্তির দাবিতে বিক্ষোভ চলছিল।

আরো পড়ুন

tajul islam

‘বাংলাদেশের কসাই জিয়াউল আহসান গুম খুনের মূল হোতা’

বাংলাদেশ বাণী ডেস্ক।। জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *