শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বোরহানউদ্দিনে বিচার সালিশের নামে অর্থ আদায়, যুবদল নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিনিধি।।

ভোলার বোরহানউদ্দিনে বিচার সালিশের নামে অর্থ আদায়ের অভিযোগে এক ইউনিয়ন যুবদল নেতার পদ স্থগিত করেছে উপজেলা বিএনপি। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত ওই যুবদল নেতার নাম তৈয়বুর রহমান। তিনি বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।

১৪আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন ও সদস্য সচিব জসিমউদদীন খানের স্বাক্ষরিত এক আদেশে পক্ষিয়া ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান পদকে ১মাসের জন্য স্থগিত করেন। কারণ হিসেবে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ড উল্লেখ্য করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় পদ পদবী ব্যবহার করে বিচার সালিশের নামে মানুষের থেকে মোটা অংকের টাকা নিতেন তৈয়বুর রহমান। টাকা নিয়েও বিচার সালিশে উপস্থিত থাকতেন না তিনি। এছাড়াও জমি জবরদখল ও ইউনিয়ন পরিষদ থেকে চাউল লুট করে নেন তৈয়বুর। তার ভয়ে অনেকে মুখ খুলতে চাচ্ছেন না।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন জানান, তার জমি সংক্রান্ত ঝামেলায় বিচার সালিশ করবে বলে প্রথমে ৪ হাজার টাকা এরপর জমি পাইয়ে দেওয়ার কথা বলে ১৯হাজার টাকা সবশেষ জমি মাপার কথা বলে ৭হাজার টাকা হাতিয়ে নেন তৈয়বুর রহমান। টাকা নেওয়ার পরে আর তাকে খুঁজে পাননি ভুক্তভোগী।

সম্প্রতি উপজেলার একটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে যুবদল নেতা নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে পরিচয় দিয়ে পক্ষভুক্তদের কাছ থেকে আর্থিক লেনদেন করেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি দলীয় নেতৃবৃন্দের কাছে পৌঁছালে তারা তদন্ত কমিটি গঠন করে।

তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলে। এরপর শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তাকে যুবদলের দায়িত্ব থেকে এক মাসের জন্য অব্যাহতি দেওয়া হয়।

দলীয় নেতাকর্মীরা বলছেন, দলীয় পদে থেকে কেউ যদি ব্যক্তিস্বার্থে প্রভাব খাটায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোন চাঁদাবাজ ও অন্যায়কারীর ঠাঁই যুবদলে নেই। এমন কথা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দে বলেও তা বাস্তবে কতটুকু বাস্তবায়ন হচ্ছে, তা তৈয়বুর রহমান এর বিষয় তাকালে বোঝা যায়। স্থানীয় লোকজন ক্ষোভ নিয়ে বলেন, পক্ষিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক অপরাধ করছে, তা উপজেলা নেতৃবৃন্দ তাদের করা স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করেছেন। তারপরও তৈয়বুর রহমানকে বহিষ্কার কেন করা হচ্ছেনা?

বোরহানউদ্দিন উপজেলা যুবদলের সদস্য সচিব জসিমউদদীন খান বলেন, তৈয়বুর রহমানের বিরুদ্ধে দু’ একটি বিছিন্ন অপরাধের সত্যতা পাওয়ায় ১মাসের জন্য পদ স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলমান, যদি বড় ধরনের কোন অপরাধ সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে বহিষ্কার করা হবে।

অভিযোগ অস্বীকার করে তৈয়বুর রহমান বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই এ ষড়যন্ত্র করা হয়েছে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *