বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বাকেরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জ প্রতিনিধি।।

“অভয় আশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (১৮আগষ্ট) বাকেরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে বাকেরগঞ্জ উপজেলা হলরুমে সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা ভেটিরিনারি সার্জন ডাক্তার মো:আমিরুল ইসলাম সোহাগ, থানা তদন্ত কর্মকর্তা সুরজীত বড়ুয়া, বাকেরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, সাংবাদিক মহিবুল ইসলাম সৌরভ,বেল্লাল হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে মুক্তা চাষ, পোনা মাছ উৎপাদন ও মাছ উৎপাদনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। সবশেষে জেলে ও মাছ চাষীদের নিয়ে সাতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *