“আকাশ ছোঁয়া মন্ত্র শিখো” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হয়েছে প্যারেন্টিং কনফারেন্স ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) ব্রাইট ন্যাশন স্কুলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কলামিস্ট, লেখক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আ.জ.ম ওবায়দুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন কলামি, লেখক, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্যারেন্টিং বিশেষজ্ঞ ড. আহসান হাবিব ইমরোজ, ভোলা সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফিল, চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ উল্লাহ স্বপন, সাংবাদিক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন।
ব্রাইট ন্যাশন স্কুলের পরিচালক জামাল উদ্দিনের উদ্বোধনী বক্তব্যে স্কুলের বিভিন্ন কার্যক্রম ও শিশু বান্ধব অবস্থান তুলে ধরে শিশুদের এই স্কুলে ভর্তি করানোর পূর্বে অভিভাবকদের বিদ্যালয় পরিদর্শনের অনুরোধ জানান।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থীর মা-বাবা ও তাদের সন্তানদের উপস্থিতিতে মনোঙ্গ ইসলামী সংগীত পরিবেশনের পাশাপাশি শিশুদের সঠিকভাবে সম্পদে পরিণত করে দুনিয়া ও আখেরাতের মুক্তি নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান বক্তারা।