নিজস্ব প্রতিবেদক।।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় অঞ্চল কলাপাড়া-কুয়াকাটা সংলগ্ন সমুদ্র উত্তাল রয়েছে। তীরে ফিরেছে হাজার হাজার মাছ ধরার নৌকা ও ট্রলার। পর্যটকও কমেছে কুয়াকাটায়। বৈরী আবহাওয়ার প্রভাবে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।
মঙ্গলবার (১৯আগস্ট) সকাল থেকে মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরের ঘাটগুলোতে হাজারো জেলের সমাগম দেখা যায়। দুই পাড়ের বাজারগুলো জেলেদের আগমনে সরগরম হয়ে আছে। তবে ঘাটে ফেরা অধিকাংশ ট্রলারগুলোই ফিরেছে শূন্য হাতে। জেলেরা বলছে বৈরী আবহাওয়ার প্রভাবে মাছ ধরে শান্তি নেই সমুদ্রে।
আবহাওয়া অফিস বলছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি আজ সকাল ৬টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আগামীকাল সকাল নাগাদ দক্ষিণ ওড়িষ্যা-উত্তর অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।

এমভি বাচ্চু ট্রলারের মালিক আবুল হোসেন বলেন, বছরে দুইটি সরকারি নিষেধাজ্ঞা এবং প্রাকৃতিক নিষেধাজ্ঞায় আমাদের মৎস্য পেশা এখন ধ্বংসের দিকে। কারণ এই ব্যবসায় আমাদের কোটি কোটি টাকা বিনিয়োগ করা, এখন যদি সমুদ্রে মাছ ধরতে না পারি তাহলে পথে বসে যেতে হবে আমাদের। কারণ অধিকাংশ মৎস্য ব্যবসায়ীর বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছে।
এদিকে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এমএম মোতালেব শরীফ জানান, বর্ষা মৌসুমে এমনিতেই পর্যটক অনেকটা কম থাকে কুয়াকাটায়। এর মধ্যে এ রকম টানা বৈরী আবহাওয়ার প্রভাবে পর্যটক শূন্য হয়ে পড়েছে কুয়াকাটা। গত শুক্রবার সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় ব্যাপক পর্যটকের সমাগম হয়েছিল। কিন্তু গত দুদিন ধরে তা ভাটা পড়তে শুরু করেছে। মূলত নিম্নচাপের প্রভাবে পর্যটন নগরী কুয়াকাটাসহ উপকূলের আকাশ কালো হয়ে আছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বাতাস বইছে। বৈরী আবহাওয়ার এ প্রভাব না কাটলে কুয়াকাটায় পর্যটক বাড়বে না।
জেলা আবহাওয়া কর্মকর্তা আক্তার জাহান বলেন, এই পরিস্থিতি আগামী ২৪-৭২ ঘণ্টা চলমান থাকবে। তাই উপকূলের সাধারণ মানুষদের সাবধানে চলাচল করতে বলা হয়েছে। উপকূলীয় এলাকায় যে কোনো সময় দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই মাছ ধরার সকল নৌকা ও ট্রলারগুলোকে ঘাটে অবস্থান নিতে বলা হয়েছে। এবং পর্যটন নগরী কুয়াকাটায় আগত পর্যটকদের সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।