শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

তালতলী উপজেলায় ফিসনেট প্রকল্পের আওতায় সিএনআরএস উদ্যোগে ভূমিহীনদের অধিকার রক্ষায় ভূমি কমিটি গঠন

তালতলী প্রতিনিধি।।

অদ্য ১৯ ই আগষ্ট রোজ মঙ্গলবার তালতলী উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে বেসরকারী উন্ন্য়ন সংস্থা সিএনআরএস কর্তৃক উপজেলার বিভিন্ন পেশাজীবি অংশীজনের সমন্বয় (মৎস্যজীবী, স্থানীয় গন্যমান্য ব্যক্তি , এনজিও প্রতিনিধি, সাংবাদিক, স্কুল ও কলেজ শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্থানীয় যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ) এর উপস্থিতে তালতলী উপজেলা ভ‚মি কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উক্ত গঠন সভায় সভাপতিত্ব করেন তালতলী উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব ভিক্টর বাইন।

ভূমি কমিটি হলো ভুমিহীনদের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বয়ে ভূমিহীনদের অধিকার বাস্তবায়নে সহায়তার জন্য স্বেচ্ছায় এগিয়ে আসা ব্যক্তিবর্গের নির্দলীয় সামাজিক নাগরিক সংগঠন। এই কমিটির লক্ষ্যে হলো রাষ্ট্রীয় খাস সম্পদে ভূমিহীনদের অধিকার ও অভিগম্যতা প্রতিষ্ঠায় সহায়তা করা এবং ভ‚মি ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও প্রান্তিক কৃষক বান্ধব করতে কার্যকর ভ‚মিকা রাখা।
সভায় প্রকল্প ব্যবস্থাপক জনাব সুবোধ কুমার বিশ^াস ফিসনেট প্রকল্পের পরিচিতি ও ভ‚মি কমিটি গঠনের পটভূমি ও প্রয়োজনীয়তা উল্লেখ করেন এবং সভায় নেটওয়ার্কের গঠনতন্ত্রের বিভিন্ন ধারা-উপধারা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ‘টেকনিক্যাল অফিসার (লিগ্যাল ও অ্যাডভোকেসি)’ আতিকুর রহমান। পরবর্তীতে সাধারণ পরিষদের ২৬ জন সদস্যের মতামতের ভিত্তিতে ২১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন জনাব মোঃ গোলাম মাওলা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন জনাব ইমরান হোসেন ফোরকান।

কমিটি গঠন শেষে নির্বাচিত সভাপতি জনাব মোঃ গোলাম মাওলা বলেন, “এই ধরনের বিভিন্ন অংশীজনদের নিয়ে কমিটি গঠন একটি প্রশংসনীয় উদ্দ্যেগ। পাশাপাশি কমিটি সরকারি কমিটি সাথে সমন্বয় করে কাজ করলে কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারবে এবং ভ‚মিহীনদের খাস জমি প্রাপ্তিতে ভ‚মিহীনদের নায্য অধিকার নিশ্চিত করতে সহায়ক হবে।” সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব ভিক্টর বাইন বলেন, ফিসনেট প্রকল্পের বাস্তবায়ন কারী সংস্থা সিএনআরএস এবং সিবিডিপি এর এই মহৎ উদ্যোগ তালতলী উপজেলার প্রান্তিক মৎস্যজীবীদের উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। আপনারা সকলে একযোগে দায়িত্ব পালনে করলে ভূমিহীনদের অধিকার ও অভিগম্যতা প্রতিষ্ঠায় সম্ভব হবে এবং তিনি সব ধরনের সহযোগিতা প্রদান করার আশ^াস দেন।’
বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোর্টিয়াম লিড হিসেবে কাজ করছে বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *