আজিম উদ্দিন খান লালমোহন (ভোলা) প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ভোলার লালমোহনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলনের গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকালে জামায়াতে ইসলামীর মিছিলটি লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার মাঠ থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তর বাজার দলীয় অফিস থেকে গন মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় মিলিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা করেন লালমোহন – তজুমদ্দিন আসনের মনোনীত প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দিন।
লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. রুহুল আমিন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভোলা জেলা সহকারী সেক্রেটারি মাও. আখতার উল্ল্যাহ,উপজেলা আমির মাও. মো.আব্দুল হক, ধলীগৌরনগর ইউনিয়ন আমির মাও. জিয়াউল হক নোমান প্রমুখ।
উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী সেক্রেটারি মাও. নূর মোহাম্মদ হেলালী, যুব ও ক্রীড়া, প্রচার মিডিয়া ও ব্যবসায়ী ফোরামের উপজেলা সভাপতি এম এ হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন’র উপজেলা সভাপতি হাসনাইন আল মূসা, পৌর আমির মাও. কাজী সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা, জুলাই আন্দোলনের নিহত শহীদদের খুনির বিচার ও প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠ নির্বাচনের দাবি জানান। উল্লেখ্য যে ইসলামী আন্দোলন বাংলাদেশের গন মিছিলে উপস্থিতি কম হওয়ার কারণ জানতে চাইলে এক কর্মী নাম প্রকাশ না করে বলেন, কমিটি নিয়ে দ্বন্দ্বে বড় একটি অংশ আজ উপস্থিত হয়নাই।
আজিম উদ্দিন খান, লালমোহন, ভোলা।
০১৭৩২২১১৬০৬
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।