শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বোরহানউদ্দিনে উপজেলা ভূমি কর্মকর্তার বদলি ঠেকাতে মানববন্ধন

এম. জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।

বোরহানউদ্দিনে সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) ও পৌর প্রশাসক জনাব মোঃ মেহেদী হাসানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২৩আগস্ট) সকাল ১১টায় বোরহানউদ্দিন থানার সামনে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন এডভোকেট মোহাম্মদ আলী বিশ্বাস এবং সঞ্চালনা করেন সাংবাদিক শিমুল চৌধুরী।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামির উপজেলা আমির মাওলানা মাকসুদুর রহমান, শাহবাজপুর প্রেসক্লাবের সভাপতি শিক্ষক মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল মালেক, বোরহানউদ্দিন প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ শাওন, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনসহ সাংবাদিক শিক্ষক ও সর্বস্তরের জনগণ।

বক্তারা বলেন, “জনগণের আস্থাভাজন কর্মকর্তা জনাব মেহেদী হাসান ২৪জুলাই ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বল্প সময়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন। বিশেষ করে ৫আগস্ট পরবর্তী সময়ে পুলিশ নিষ্ক্রিয় থাকাকালীন তিনি নৌবাহিনীকে সঙ্গে নিয়ে সাহসিকতার সাথে জনগণের জান-মাল রক্ষা করেছেন।”

তাঁর নেওয়া কার্যকর পদক্ষেপের মধ্যে ছিল—ভূমি অফিসকে দালালমুক্ত ও দুর্নীতিমুক্ত করা “জনগণের কাছে এসিল্যান্ডের জবাব” নামক উদ্যোগ চালু, অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধে কঠোর পদক্ষেপ। কৃষকের খাসজমি রক্ষা অভিযান ও পরিবেশ রক্ষায় “ধরিত্রী রক্ষা কর্নার” স্থাপন।

সরকারি চাল বিতরণে কঠোর নজরদারি, পৌর প্রশাসক হিসেবে প্রথমবার ডাস্টবিন স্থাপন, নিয়মিত আবর্জনা সংগ্রহ, অবৈধ টোল বন্ধ। শহরের আধুনিকায়নে সিসি ক্যামেরা, রোড লাইট, ওয়াশজোন, ব্রেস্টফিডিং কর্নার, ওয়াকওয়ে, ব্যাডমিন্টন কোর্ট ও জিমনেসিয়াম নির্মাণ উদ্যোগ।

বক্তারা আরও বলেন, “অল্প সময়ে তাঁর এ সকল কর্মতৎপরতা বোরহানউদ্দিন উপজেলাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। তাঁর হঠাৎ বদলির খবর আমাদের তীব্র উদ্বেগ, দুঃখ ও ক্ষোভ সৃষ্টি করেছে।”

বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন— “আমাদের প্রাণের দাবী, জনাব মোঃ মেহেদী হাসানের বদলির আদেশ বাতিল করে তাঁকে এখানকার দায়িত্বে বহাল রাখা হোক।”

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *