শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

গৌরনদীতে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): ‎বেগম শামসুন্নাহার মেমোরিয়াল স্কলারশিপের উদ্যোগে গৌরনদীর টরকি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় শুরু হওয়া এই আয়োজনে শিশু-কিশোরদের অংশগ্রহণে জমে ওঠে নানা পরিবেশনা।

‎”আলোকিত মানুষ হতে চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ম.স.ম. আরিফ।
‎অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন ড. মো. ফয়েজ শাহ।

‎প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
‎গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, সাংবাদিক সোলায়মান তুহিন,
‎টরকি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সাহেবরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল হাই,
‎বাউরগাতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রুহুল আমিন, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের গীতা রানী বিশ্বাস, বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিলাস চন্দ্র হালদার, গাউছিয়া আবেদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মো. আব্দুল মালেক, ইল্লা দাখিল মাদ্রাসার সুপার মো. সিদ্দিকুর রহমান, লুৎফর রহমান কেরাতুল কোরআন মাদ্রাসার শিক্ষক মো. হোসাইন আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন জাহেদুল ইসলাম, মো. মোহসিন হোসেন ফারুক, আহম্মেদ কামেল প্রমুখ।

‎সাংস্কৃতিক পর্বে তেলাওয়াত, গান, কবিতা আবৃত্তি, নাটিকা ও নৃত্য পরিবেশনায় অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
‎অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

‎স্থানীয় শিক্ষাবিদ, সাংবাদিক ও সমাজকর্মীদের সরব উপস্থিতিতে পুরো আয়োজনটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও উৎসবমুখর।
‎শিক্ষা ও সংস্কৃতির বিকাশে এমন আয়োজন আরও বাড়ানোর আহ্বান জানান অতিথিরা।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *