বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

চরফ্যাশনে পরিবারের সাথে অভিমান করে কলেজ ছাত্রের আত্মহত্যা

চরফ্যাশন প্রতিনিধি //
ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচায় পরিবারের সাথে অভিমান করে মোঃ সিয়াম নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ জানায়, দক্ষিণ আইচা কলেজের স্নাতক শ্রেণির ছাত্র মোঃ সিয়াম (১৯) ৬ মাস পূর্বে প্রণয়সূত্রে চাচাত বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিষয়টি তার পরিবার মেনে না নেয়ায়  তাদের সাথে তার মনোমালিন্য হয়।

এতে গতকাল শুক্রবার সকালে সিয়াম গ্যাস টেবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে চর কচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

ভোলার নেওয়ার পথেই সে মারা যায়। সিয়াম ঐ এলাকার মো. কবিরের ছেলে।দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

নৈস্বর্গিক সৌন্দর্যের পর্যটন সম্ভবনার দ্বীপ তারুয়া

নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন : পূর্বে প্রমত্তা মেঘনা, পশ্চিমে খরস্রোতা তেতুলিয়া, উত্তরে বুড়াগৌরাঙ্গ নদ ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *