নিজস্ব প্রতিবেদক।।
বরগুনার আমতলী পৌরসভার ০১নং ওয়ার্ডে সোমবার (২৫আগস্ট) সকালে নদীতে গোসল করতে গিয়ে প্রাণ হারালেন সজল (২৪)। স্থানীয়রা জানায়, ভোর ৬টার দিকে সজল নদীর পাড়ে ব্লকের কাছে গোসল করতে নামে। এক পর্যায়ে পানিতে ডুব দেয়, কিন্তু আর ভেসে ওঠেনি।
দীর্ঘক্ষণ দেখা না পেয়ে আশেপাশের মানুষ সন্দেহ করে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে টানা দুই ঘণ্টার চেষ্টা শেষে সকাল ১০:৩০টায় লাশ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলছে, “এটা প্রথম ঘটনা নয়! গত কয়েক বছরে এই একই স্থানে একাধিক মৃত্যু ঘটেছে।”
স্থানীয়দের দাবি, নদীর এ অংশে সাঁতার না জানলে নেমে পড়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবুও কোনো সতর্কতামূলক সাইনবোর্ড নেই। “প্রশাসন নজর দেবে কবে?” এমন প্রশ্ন এখন সবার মুখে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।