শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি কিনল বাংলাদেশ

বাংলাদেশ বাণী ডেস্ক॥

পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ। উচ্চমান সম্পন্ন এ চিনি আগামী মাসে করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

মঙ্গলবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কয়েক দশক পর ভ্রাতৃপ্রতিম দেশ পাকিস্তানের কাছ থেকে চিনি কিনেছে বাংলাদেশ। এর আগে ভারতের কাছ থেকে চিনি কিনতো বাংলাদেশ। গত সোমবার আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টনে ৫৩০ মার্কিন ডলারে পৌঁছেছে।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, পাকিস্তানের চিনি শিল্প প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুমোদনে এই বছর কমবেশি ৬ লাখ টন চিনি রফতানির চুক্তি করেছে। এর মধ্যে ৭০ হাজার টন চিনি পাকিস্তান থেকে পাঠানো হবে মধ্য এশিয়ার দেশগুলোতে। থাইল্যান্ড পাকিস্তানের চিনি শিল্প থেকে ৫০ হাজার টন চিনি কিনেছে। পাকিস্তানের চিনি ব্যবসায়ীদের কর্মকর্তা মজিদ মালিকের মতে, উপসাগরীয় রাষ্ট্র, আরব দেশ এবং আফ্রিকান দেশগুলোও পাকিস্তান থেকে চিনি কেনার চুক্তি করেছে।

চিনি রফতানি থেকে পাকিস্তান ৪০০-৫০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করবে। মূলত পাকিস্তানের চিনি শিল্প দক্ষিণ এশিয়ার এই দেশটির জন্য একটি প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী শিল্প হয়ে উঠেছে।

চলতি বছর পাকিস্তানের ৮০ টিরও বেশি চিনিকল গত সোমবার থেকে চিনি উৎপাদন শুরু করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম বলছে, দেশের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের যৌথ প্রচেষ্টায় দেশের চিনি শিল্পও সফলভাবে বিপুল পরিমাণ চিনি রফতানি করে চলেছে। এর আগে এসব চিনি আফগানিস্তানের মধ্য দিয়ে উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান এবং আজারবাইজানে পাচার হয়ে যেতো।

আরো পড়ুন

নারীর মানসিক স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা:জীবনের অবিচ্ছেদ্য পেক্ষাপট

খাজা মাসুম বিল্লাহ কাওছারী।। আন্তর্জাতিকভাবে সর্বজন স্বীকৃত ও জনবহুল “দি ল্যানসেট” জার্নাল বাংলাদেশের নারীদের মানসিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *