শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

রহমতপুর ইউনিয়ন বিএনপির ৭১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক।।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের পুরাতন আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ইউনিয়ন বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আহমেদ খান ও সদস্য সচিব মো. অহিদুল ইসলাম প্রিন্সের সুপারিশক্রমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন গঠিত কমিটিতে উপজেলা বিএনপি নেতা আব্দুল করিম হাওলাদারকে আহ্বায়ক এবং বিএনপি নেতা মো. রাজন শিকদারকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। ৭১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ২৫আগস্ট সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল ইসলাম প্রিন্স জানান, নবগঠিত কমিটি আগামী তিনদিনের মধ্যে রহমতপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড ইউনিট কমিটি গঠন করবেন। এরপর সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি ঘোষণা করা হবে।

এদিকে রাজন শিকদারকে সদস্য সচিব মনোনীত করায় রহমতপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *