শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

নিউ টাউন সোসাইটির নির্বাচনে ভোটযুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই

স্টাফ রিপোর্টার।। 

রাজধানী ঢাকার অভিজাত আবাসিক এলাকা নিউ টাউন সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫ ঘিরে শুরু হয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। এবারের নির্বাচনের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দৈনিক কালের কথা সম্পাদক, সিডরো (SEDRO)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খাজা মাসুম বিল্লাহ কাওছারী। সাংবাদিক ও সম্পাদক হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন গুরুত্বপূর্ণ প্রচার ও মিডিয়া সম্পাদক পদে।

ঐতিহ্যের উত্তরসূরি: আধ্যাত্মিক ঐতিহ্যে সমৃদ্ধ পরিবারের সন্তান খাজা মাসুম বিল্লাহ কাওছারী শৈশব থেকেই সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়। তাঁর পূর্বপুরুষদের মধ্যে ছিলেন প্রখ্যাত সমাজহিতৈষী ও শিক্ষানুরাগী খান বাহাদুর নবাব খাজা আহসানুল্লাহ (রহ), আধ্যাত্মিক সাধক খাজা ফয়েজ উদ্দিন (রহ.) এবং খাজা নাছের আলী (রহ.)। তাঁদের আদর্শ ও নৈতিকতা ধারণ করে আজও তিনি সমাজ নেতৃত্ব ও জনকল্যাণমূলক কাজে যুক্ত রয়েছেন।

বহুমাত্রিক পরিচয়: খাজা কাওছারী একাধারে সাংবাদিক, সম্পাদক, মানবাধিকারকর্মী, সমাজসেবক, সংগঠক এবং সফল ব্যবসায়ী। শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে তাঁর অবদান অনস্বীকার্য। নিউ টাউন সোসাইটির প্রতিষ্ঠাতা চারজন উদ্যোক্তাদের মধ্যে অন্যতম তিনি; সেই সূত্রে দীর্ঘদিন ধরে সমাজের উন্নয়ন ও সাংগঠনিক কর্মকাণ্ডে প্রত্যক্ষ ভূমিকা পালন করে আসছেন।

 

নির্বাচনে গুরুত্ব: নিউ টাউন সোসাইটির প্রচার ও মিডিয়া সম্পাদক পদটিকে অত্যন্ত কৌশলগত ও মর্যাদাপূর্ণ হিসেবে দেখা হয়। এই পদধারী সমাজের উন্নয়ন কার্যক্রম, সাংস্কৃতিক উদ্যোগ এবং গণমাধ্যমে ইতিবাচক প্রচারের পাশাপাশি সোসাইটির অভ্যন্তরীণ যোগাযোগকে শক্তিশালী করেন। তাই এই পদে নির্বাচিত প্রতিনিধি কেবল একজন সংগঠক নন, বরং পুরো সোসাইটির মুখপাত্র হিসেবেও পরিচিত হন।

ভোটারদের প্রত্যাশা: এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, তরুণ প্রজন্ম থেকে প্রবীণ সমাজসেবক—সবার কাছেই খাজা মাসুম বিল্লাহ কাওছারী ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন। অনেকেই মনে করেন, তাঁর সাংবাদিকতা অভিজ্ঞতা, সামাজিক অঙ্গীকার এবং সাংগঠনিক দক্ষতা সোসাইটির ভাবমূর্তি উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে।

প্রার্থীর অঙ্গীকার: নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে খাজা মাসুম বিল্লাহ কাওছারী বলেন—“নিউ টাউন সোসাইটি আমাদের সবার ঘর। আমি চাই প্রতিটি বাসিন্দার মতামতকে মূল্যায়ন করতে, তাঁদের কণ্ঠস্বরকে সামনে আনতে। প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে আমি কাজ করবো স্বচ্ছতা, ঐক্য ও বিভেদমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে।”

প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতা: অন্য প্রার্থীরাও পিছিয়ে নেই, তাঁরা জয়ের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। ভোটারদের সক্রিয় অংশগ্রহণে ইতোমধ্যেই পুরো সোসাইটি নির্বাচনী আমেজে মুখরিত হয়ে উঠেছে।

সব মিলিয়ে, নিউ টাউন সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫ শুধুমাত্র একটি ভোট নয়—এটি সমাজ নেতৃত্বের নতুন দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করতে যাচ্ছে। আর খাজা মাসুম বিল্লাহ কাওছারীর সক্রিয় উপস্থিতি প্রতিদ্বন্দ্বিতাকে করেছে আরও প্রাণবন্ত, প্রত্যাশামূলক এবং তাৎপর্যপূর্ণ।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *