আজিম উদ্দিন খান লালমোহন প্রতিনিধি।।
ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর ছকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০আগষ্ট শনিবার মোহাম্মদিয়া ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার কৃতি সন্তান ডাক্তার ফাতেমাতুজ জোহরা ও তার স্বামী ডাক্তার রেজাউল করিম রানা।

ডাক্তার ফাতেমাতুজ জোহরা গাইনি, প্রসূতি, মেডিসিন ও বন্ধাত্ব বিষয়ক রোগীদের সেবা প্রদান করেন। অন্যদিকে, ডাক্তার রেজাউল করিম রানা শিশু, চর্ম ও মেডিসিন বিষয়ক রোগীদের মেডিকেল সার্ভিস প্রদান করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সামগ্রিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত কালমা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক ও ইসলামী ব্যাংক হাসপাতাল ঢাকার প্রশাসনিক ইনচার্জ কাজী মোঃ শাহে আলম।
তিনি ডাক্তার দম্পতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ঢাকা থেকে এসে এলাকাবাসীর জন্য ফ্রি মেডিকেল সার্ভিস প্রদানের জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও তাদের সহযোগিতা কামনা করি।”
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।