শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

কবি কামাল আহসান ফাউন্ডেশন

হাফিজুর রহমান হিমেল।।

কবির স্মৃতি, সাধনা ও সাহিত্যচিন্তার উত্তরাধিকার রক্ষায় এগিয়ে এল একদল প্রত্যয়দীপ্ত মানুষ। কবি কামাল আহসান একজন নিরবধি স্বপ্নসন্ধানী কবি, যাঁর কবিতা, প্রবন্ধ, ভাষা ও জীবনদর্শন বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এক অনন্য ব্যঞ্জনায়। তাঁর সাহিত্যিক অবদান শুধু সময়ের দলিল নয়, অন্তরলোকেরও একটি স্থায়ী নকশা। কবিকে ঘিরে, তাঁর রচনার ভাণ্ডারকে সংরক্ষণ ও সম্প্রসারণের মহৎ উদ্দেশ্য নিয়ে ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি গঠিত হয় কবি কামাল আহসান ফাউন্ডেশন।

এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো- কবি কামাল আহসানের সাহিত্যকর্ম, জীবনদর্শন, এবং মননচিন্তাকে প্রজন্ম থেকে প্রজন্মে বহনযোগ্য করে তোলা; গবেষণা, পুনর্মুদ্রণ ও অনুবাদসহ তাঁর রচনাবলিকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা; সেই সঙ্গে নবীন লেখকদের উৎসাহিত করা এবং একটি মানবিক ও মননশীল সংস্কৃতি চর্চার ক্ষেত্র গড়ে তোলা। এই বৃহৎ দায়িত্ব পালনের জন্যই গঠিত হয়েছে কবি কামাল আহসান ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি।

গতকাল সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এই কমিটির গঠন। নানা ক্ষেত্রের সাহিত্যপ্রেমী, গবেষক ও সংস্কৃতিকর্মীদের নিয়ে গঠিত এই কমিটি কবির চেতনার উত্তরাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশা করা হচ্ছে।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন: সভাপতি: নব্বই দশকের অন্যতম প্রধান কবি নয়ন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি: নব্বই দশকের আরেক খ্যাতিমান কবি আল-হাফিজ, সহ-সভাপতি: কথাসাহিত্যিক হাসান জাকির, সাধারণ সম্পাদক: কবি ও গবেষক পথিক মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক: হাফিজুর রহমান হিমেল, সাংগঠনিক সম্পাদক: লেখক ও সাংবাদিক আযাদ আলাউদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক: কবি, ছড়াকার ও গল্পকার সজীব তাওহিদ, কোষাধ্যক্ষ: কবি আহমেদ বেলাল, সহ কোষাধ্যক্ষ: কবি সাইফুল্লাহ সাইফ, দপ্তর ও প্রচার সম্পাদক: কবি মৃন্ময় হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ইতিহাস গবেষক মাহমুদ ইউসুফ, কার্যনির্বাহী সদস্য: নব্বই দশকের কবি সাজ্জাদ বিপ্লব, কবি ফিরোজ মাহমুদ, কবি সালমান রাইয়ান, কবি খৈয়াম আজাদ, কবি হারুন আল রাশিদ, বাচিক শিল্পী মৌমিতা বিনতে মিজান, কবি শামিম রসুল, হাসান আল বান্না, কাইফা কামাল সাওদা, মুশফিকা মল্লিক তুলি প্রমুখ।

এই নবীন ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে গঠিত কমিটি ভবিষ্যতে নানা সাহিত্যিক ও সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণ করবে, যার মাধ্যমে কবি কামাল আহসানের স্মৃতি হয়ে উঠবে আরও জীবন্ত, আরও অর্থবহ।

কবি হয়তো শারীরিকভাবে এখন আর আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর শব্দ, তাঁর ভাবনা, এবং তাঁর নির্মিত আত্মিক জগত আজও আমাদের চিন্তার জোনাকি হয়ে জ্বলছে। ফাউন্ডেশন সেই আলোকে ছড়িয়ে দিতে চায় বিস্তৃত পরিসরে পাঠকের হৃদয় থেকে পাঠ্যপুস্তকে, গবেষণাগার থেকে অনুবাদের অভিঘাতে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *