শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
BD bani now

রাজশাহী সেনানিবাসে নবীন সৈনিকদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো।

রাজশাহীতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের রিক্রুট ব্যাচ ২০২৪-এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে রাজশাহী সেনানিবাসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান।

লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান মহান স্বাধীনতাযুদ্ধে সেনাবাহিনীর অবদানের কথা স্মরণ করে বলেন, “দেশের জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়ানো আমাদের অপরিহার্য কর্তব্য।”

৩৬ সপ্তাহের কঠোর প্রশিক্ষণের পর এই কুচকাওয়াজের মাধ্যমে তরুণ রিক্রুটদের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে নবীন সৈনিক হিসেবে যোগদান করা হলো। এ বছর সর্বোচ্চ প্রশংসা অর্জন করেন রিক্রুট মিনহাজ হোসেন, এবং দ্বিতীয় সেরা রিক্রুট হন মো. আইনুর ইসলাম।

অনুষ্ঠানের আগে, প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে অভ্যর্থনা জানান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট, মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ।

আরো পড়ুন

বাবুগঞ্জে ঈদ করবেন এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি দীর্ঘ ২০ বছর পর নিজ গ্রামের বাড়ীতে ঈদ উদযাপন করবেন বলে জানিয়েছেন এবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *