বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

‎গৌরনদীতে ৩৭৬তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স

‎সোলায়ামান তুহিন।।

‎বরিশালের গৌরনদীতে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে ৩৭৬তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।

‎অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি, তিনি তার তাঁর বক্তব্যে বলেন, “স্কাউটিং শুধু শারীরিক কসরত নয়, এটি একটি জীবন গঠনের শিক্ষা। একজন সত্যিকারের স্কাউট কখনো দায়িত্ব থেকে পিছু হটে না। তরুণ প্রজন্মকে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের বিকল্প নেই।”

‎অনুষ্ঠানের সভাপতি তো করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল জলিল, তিনি বলেন, “বিদ্যালয় পর্যায়ে স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা নিয়ম শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের চর্চা শিখছে। এর ফলে তারা ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের জন্য সম্পদ হয়ে উঠবে।”

‎এতে স্বাগত বক্তব্য রাখেন স্কাউট গৌরনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল আলম। তিনি বলেন, “গৌরনদীর প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলোতেও স্কাউট কার্যক্রম ছড়িয়ে দিতে কাজ চলছে। শিক্ষক-শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণই এ কার্যক্রমকে সফল করবে।”

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়ালিউল্লাহ, উপজেলা স্কাউট কমিশনার মো. বাবুল হোসেন, কোর্স লিডার এস এম জাকির হোসেন। এছাড়া বরিশাল অঞ্চলের লিডার ট্রেনার (এলটি) মুনায়েম তালুকদার, তুষার কান্তি চৌধুরী ও গাজী আব্দুস সালাম বক্তব্য রাখেন।

‎অতিথিরা সবাই স্কাউট আন্দোলনের সম্প্রসারণ ও শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল মানসিকতা বিকাশে ওরিয়েন্টেশন কোর্সের গুরুত্ব তুলে ধরেন।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্কাউট লিডার মো. রোকোনুজ্জামান পনির।

‎অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও স্কাউট লিডাররা উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য, স্কাউটস হলো একটি বিশ্বব্যাপী আন্দোলন, যার মূল লক্ষ্য হলো কিশোর-তরুণদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দেশপ্রেম ও মানবসেবায় উদ্বুদ্ধ করা। বাংলাদেশ স্কাউটসও সেই বৈশ্বিক মিশনের অংশ হিসেবে স্কুল-কলেজ পর্যায়ে নেতৃত্ব গড়ে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *