শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরগুনার শীর্ষ সন্ত্রাসী কালু ইব্রাহিম ঢাকায় গ্রেফতার

মনজুর মোর্শেদ তুহিন পটুয়াখালী প্রতিনিধি।।

র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-১, ঢাকা’র যৌথ অভিযানে বরগুনার শীর্ষ সন্ত্রাসী ও বহু মামলার পলাতক আসামি কালু ইব্রাহিম গ্রেফতার হয়েছে। বুধবার (১০সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর দক্ষিণখান থানার দেওয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত কালু ইব্রাহিম ওরফে বস্তি কালু (পিতা- সোনা মল্লিক) বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ডেমা চামেলী বাজার এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, সম্প্রতি (৩সেপ্টেম্বর) দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে এক কিশোরকে কুপিয়ে গুরুতর আহত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি র‌্যাব-৮ এর নজরে আসে। এরপরই তাকে গ্রেফতারে বিশেষ অভিযান চালানো হয়।

কালু ইব্রাহিমের বিরুদ্ধে দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, হত্যা চেষ্টা, মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ও নারী ঘটিত অপরাধসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানাও জারি আছে বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা মহানগর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *