বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

তজুমদ্দিনে শহীদ মনিরের পরিবার পেলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার

এরশাদ সোহেল, বিশেষ প্রতিবেদক
ভোলার তজুমদ্দিনে জুলাই অভ্যুত্থানে একমাত্র শহিদ, মনিরের পরিবার পেলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার।
রোববার (৩০মার্চ) দুপুর বারোটায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলতাফ দফাদারের বাড়ির শহিদ মনিরের স্ত্রী রোজিনা বেগমের হাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উপহার সামগ্রী পৌঁছে দেন উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। এ সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ঈদ শুভেচ্ছা কার্ড ও তুলে দেওয়া হয় শহিদ মনিরের পরিবারের কাছে।
তজুমদ্দিন উপজেলা বিএনপি’র সদস্য সচিব ওমর আসাদ রিন্টু বলেন,জুলাইয়ের ছাত্র আন্দোলনের মাধ্যমে পতন ঘটে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের এবং এ আন্দোলনে আত্মত্যাগ করেন শহিদ মনির। তজুমদ্দিনের পক্ষ থেকে শহিদ মনিরের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু,যুগ্ন আহবায়ক জাকির হোসেন হাওলাদার, শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান জান্টু হাওলাদার, বিএনপি নেতা জাহাঙ্গীর মাতাব্বর এবং উপজেলা ছাত্রদল,যুবদল নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে ঢাকার শাহবাগে পুলিশের ছোড়া গুলিতে মারাত্মক আহত হন মনির। পরে রাত দুইটায় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। শহিদ মনির ঢাকার সুরিটোলায় জুট কাপড়ের ব্যবসা করতেন বলে জানায় তার পরিবার।

আরো পড়ুন

মুলাদীতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক ।। বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী সদর ইউনিয়নের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়েছে। ০১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *