শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দৌলতখানে দোয়া অনুষ্ঠান

মো. মাকছুদুর রহমান পাটোয়ারী, দৌলতখান

বাংলাদেশের সফল সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভোলার দৌলতখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর ) বিকেল ৪টায় বিএনপি বাজার হাফিজ সোনা পরিষদ কার্যালয়ের মাঠে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজ সেনা পরিষদের সভাপতি সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম মনির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কামাল, ইউনিয়ন বিএনপি’র সভাপতি তরিকুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক কবির মুন্সি, সাংগঠনিক সম্পাদক খন্দকার জুয়েল মাহমুদ জুলু, ইউনিয়ন যুবদলের সভাপতি দুলাল ফরাজী,সাধারণ সম্পাদক সোহাগ খন্দকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লোকমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক রুপক মীর, ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন ওলামা দলের দলের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মোসলেউদ্দিন, দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার দ্রুত সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বক্তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার উপযুক্ত চিকিৎসা নিশ্চিতে বাধার সৃষ্টি করা হয়েছে, যা মানবিক দৃষ্টিকোণ থেকেও অগ্রহণযোগ্য। তারা অবিলম্বে তার সম্পূর্ণ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য বিশেষ মুনাজাত করেন। একইসঙ্গে দেশের রাজনৈতিক সংকট নিরসন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

আরো পড়ুন

দৌলতখানে দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভা

মো. মাকছুদুর রহমান পাটোয়ারী ভোলার দৌলতখান উপজেলায় দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সংগঠনের কার্যক্রমকে গতিশীল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *