বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মানসিক ভারসাম্য রাহাতের চিকিৎসার আর্থিক সহায়তা করেন ইউএনও ফারুক আহমেদ

বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মানসিক ভারসামহীন রাহাতের পাশে দাঁড়ালেন বাবুগঞ্জের সাদা মনের ইউএনও ফারুক আহমেদ।জানা গেছে,

স্বামী পরিত্যক্তা ও অসহায় নারী শাহিনুর বেগম তার মানসিক ভারসাম্যহীন একমাত্র ছেলে মোঃ রাহাত হাওলাদার (১২)কে নিয়ে মানবেতর দিন কাটাচ্ছিলেন। পঞ্চাশোর্ধ্ব বিধবা শাহিনুর বেগমের একমাত্র সন্তানের প্রতিনিয়ত চিকিৎসা, ওষুধ ও যত্নের প্রয়োজন হলেও মায়ের কোনো আয়ের উৎস না থাকায় তা সম্ভব হচ্ছিল না।বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ শাহিনুর বেগমকে নিজ কার্যালয়ে ডেকে এনে রাহাতের চিকিৎসা জন্য আর্থিক অর্থ সহায়তা করেন। ইউএনও ফারুক আহমেদ বলেন,

আমরা চেষ্টা করছি সরকারের সব সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় এমন অসহায় মানুষদের অন্তর্ভুক্ত করতে। তিনি আরো বলেন যতটুকু সম্ভব আমরা মানসিক ভারসাম্যহীন রাহাতের পাশে থাকব।স্থানীয় সুশীল সমাজ বলেন স্বাধীনতার পরে এই প্রথম বাবুগঞ্জ উপজেলায় একজন সাদা মনের ইউএনও’র এই মানবিক উদ্যোগকে অভিনন্দন ও প্রশংসা জানিয়েছেন এবং বলেন, এ ধরনের সহানুভূতিশীল প্রশাসন থাকলে সমাজের পিছিয়ে পড়া মানুষেরা কিছুটা হলেও আশার আলো দেখতে পায়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল রহিম,বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্না, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহাবুদ্দিন,, সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সদস্য মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।

আরো পড়ুন

অবহেলিত জনপদের মানুষের কল্যাণে কাজ করতে চাই – মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *