বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ইন্দুরকানীতে প্রযুক্তি সম্প্রসারণ সেমিনার

মোঃ রাসেল হাওলাদার, 
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে “স্থায়ীভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বাস্তবায়নে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মুহাম্মদ আলী,মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএসআইআর-এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার সুমন চন্দ্র দেবনাথ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহিউদ্দিন, প্রকল্প কর্মকর্তা মিলন তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান, পল্লী দরিদ্র বিমোচন কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার চন্দন রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন এলাকার সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সেমিনারে কয়েকজন উদ্যোক্তা অংশগ্রহণ করেন,সেমিনার শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়।

আরো পড়ুন

অবহেলিত জনপদের মানুষের কল্যাণে কাজ করতে চাই – মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *