বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া প্রতিনিধি॥
বাংলাদেশ কলেজ শিক্ষকসমিতি (সেলিম ভূঁইয়া) কলাপাড়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মুহম্মদ মাসুম বিল্লাহ্#৩৯;কে সভাপতি, কুয়াকাটা খানাবাদ কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমানকে সাধারন সম্পাদক ও কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের মোঃ আসাদুজ্জামান খান সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করে বাকশিস এর ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণঙ্গ কমিটি গঠন করা হয়।
এর আগে মঙ্গলবার ১০ ডিসেম্বর বিকাল ৩ টায় কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস (সেলিম ভূইয়া) কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের স্বনামধন্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম রহমান, সহকারী অধ্যাপক, অকগ কলেজ ও আহবায়ক বাকশিস পটুয়াখালী জেলা শাখা। বিশেষ অতিথি ছিলেন মোঃ ফারুক, সদস্য সচিব, বাকশিস, মোঃ নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক, অকগ কলেজ ও যুগ্ম আহবায়ক বাকশিস পটুয়াখালী জেলা শাখা, মোঃ শফিকুল, সহকারী অধ্যাপক, খারিজুমা ডিগ্রি কলেজ ও যুগ্ম আহবায়ক বাকশিস কামরুল আহসান, যুগ্ম আহবায়ক, বাকশিস ও সহকারী অধ্যাপক ডঃ আতাহার উদ্দিন কলেজ, মোশারেফ হোসেন সহ অধ্যাপক, মোক্তার আলী মৃধা কলেজ ও যুগ্ম আহবায়ক বাকশিস।
সাধারণ সভায় বক্তব্য রাখেন, মুহাম্মদ মাসুম বিল্লাহ, সহকারী অধ্যাপক (ইস ইতিহাস) নেছার উদ্দিন আহমেদ টিপু, সহকারী অধ্যাপক ইতিহাস বিভাগ (ক.ম.ক) মোঃ মাসুম বিল্লাহ, সহকারী অধ্যাপক (গনিত) শাহিনা নাসরিন পান্না, সহকারী অধ্যাপক (ব্যবসায় শিক্ষা) মুহম্মদ সহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক (যুক্তিবিদ্যা) মোঃ সোহরব হোসেন, সহকারী অধ্যাপক, কুয়াকাটা খানাবাদ কলেজ সহ বিভিন্ন কলেজ থেকে আগত সম্মানিত সহকারী অধ্যাপক, প্রভাষক বৃন্দ।