নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ ল”ইয়ার্স কাউন্সিল বরিশাল শাখার ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন বুধবার বেলা একটায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ল’ইয়ার্স কাউন্সিল বরিশাল শাখার সভাপতি এ্যাডভোকেট আ. ন. ম মহিউল ইসলাম তাহের।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
অ্যাডভোকেট আবুল খায়ের শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মোহাম্মদ আবদুল জব্বার, বরিশাল জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এডভোকেট মজিবুর রহমান নান্টু ও এ্যাডভোকেট আবদুল খালেক।
স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল বরিশাল শাখার সেক্রেটারি এ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।