শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

পিরোজপুরে নানা আয়োজনে ট্রাফিক সপ্তাহ উদযাপন

পিরোজপুর প্রতিনিধি: সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ট্রাফিক সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি জেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে সিও অফিস মোড়ে এসে শেষ হয়। এতে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-সদস্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

সভায় পুলিশ সুপার বলেন,২০১৮ সালে সড়ক পরিবহন আইন প্রণয়ন ও বাস্তবায়নের পর থেকে দেশে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তবে এখনো সড়কে শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। প্রতিটি চালক ও পথচারীকে ট্রাফিক আইন সম্পর্কে জানতে হবে এবং তা মেনে চলতে হবে। শুধুমাত্র আইনের ভয় নয়, নিজের ও অন্যের জীবনের নিরাপত্তার জন্যই আমাদের সচেতন হতে হবে।”

তিনি আরও বলেন,মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করতে হবে। যানবাহনের কাগজপত্র হালনাগাদ রাখা এবং ট্রাফিক নিয়ম অমান্য না করাই সড়ক নিরাপত্তার মূল চাবিকাঠি। আমরা যদি সবাই দায়িত্বশীল হই, তবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।”

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, বিআরটিএ’র সহকারী পরিচালক মোঃ মোবারক হোসেন, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ আলিফ আহমেদ রাজিব, ট্রাফিক ইন্সপেক্টর ( প্রশাসন) মোঃ মনিরুজ্জামান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা- সদস্য, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ ।

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ, বাস চালকদের মাঝে লিফলেট বিতরণ এবং সড়ক নিরাপত্তা বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

আরো পড়ুন

জামায়াত ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে : মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধি  ইসলাম মানুষের সর্বক্ষেত্রে পরিব্যাপ্ত, ব্যক্তিজীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন- সর্বক্ষেত্রে ইসলামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *