বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া //
কলাপাড়ায় ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশার ঘনত্বে বেলা বাড়া অবধি ঢাকা থাকছে গ্রামাঞ্চল। দেখা মিলছেনা সূর্যের। দিনের বেলায়ও হেড লাইট জালিয়ে চলছে যানবাহন। বইছে উত্তরের হিমেল বাতাস।
শুক্রবার সকাল নয়টায় কলাপাড়া উপজেলায় সর্বনিম্ন ১২.৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এসময় বাতাসের আদ্রতা ছিলো ৯১ শতাংশ। আর জেলার অনেক স্থানে কুয়াশার দৃষ্টিসীমা ছিলে ৫০ মিটারের নিচে। শীতের তীব্রতায় জনজীবন অনেকটা নাকাল হয়ে পড়েছে।
চরম দুর্ভোগে রয়েছেন ছিন্নমুল ও শ্রমজীবি মানুষ। অনেকেই খরকুটো জালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন। উপজেলার হাসপাতাল গুলোতে বেড়েছে ঠান্ডা জনিত বৃদ্ধ ও শিশু রোগীর সংখ্যা। বাস ড্রাইভার বেল্লাল মোল্লা (৪৯) বলেন,
এইকয়েক দিন যাবৎ যেমন শীত,তেমনি ঘন কুয়াশার কারনে রাস্তায় বাস চালাতে হিমসিম খেতে হচ্ছে।রাস্তায় কিছুই দেখা যায়না। রাজমিস্ত্রী সুবাহান (৫৮) বলেন,এই শীতে কাজে যেতে পারিনা,তারসাথে কুয়াশায় এগারোটার আগেতো সূর্যও দেখা যায় না।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।