এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ
মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের তেমুহনী বাজারে সাবেক এমপি আলহাজ্ব মেজবাহ উদ্দিন ফরহাদের পক্ষ থেকে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরন ও হিজলা উপজেলা বিএনপির সদ্য প্রয়াত আহবায়ক আলহাজ্ব আব্দুল গাফ্ফার তালুকদারসহ চরএককরিয়া ইউনিয়নের প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে এই লিফলেট বিতরন ও দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসাবে সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের পক্ষে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য ও মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়াউদ্দিন সুজন। বাদ আসর দাদপুর তেমুহনি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চরএককরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উত্তর জেলা বিএনপির সদস্য জিয়াউদ্দিন সুজন, উত্তর জেলা তাতী দল আহবায়ক ইউনুছুর রহমান যুবায়ের, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ন-সম্পাদক মুরাদুর রহমান খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, চরএককরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক মাসুদ নেওয়াজ। দোয়া মোনাজাত পরিচালনা করেন, তেমুহনী বাজার জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন তালুকদার, আবুল কাশেম সিকদার, সাবেক ক্রীড়া সম্পাদক হাজী মোঃ ইউনুছ হাওলাদার,পৌর বিএনপি সাবেক সভাপতি শাহ এমআর আলম,, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শামিম আহমেদ, পৌর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক আনিস হাওলাদার, বিএনপির নেতা ডা. মনির হাওলাদার, দুলাল মাঝি,আব্দুলাহ শরিফ,
মন্টু সরদার, বাদশা আলম, রহিম বাছার, কুদ্দুস তালুকদার, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াজ পোদ্দার, সদস্য সৌরভ বাবু, যুবদল নেতা নুরে আলম বাবু, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মামুন হাওলাদার, পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক রাজু মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক সফিক সরদার, উপজেলা মৎসজীবি দলের সদস্য সচিব সুমন বেপারী,
পৌর মৎসবীজি দলের আহবায়ক বাকের হাওলাদার, সদস্য সচিব আনিস হাওলাদার, যুগ্ম আহবায়ক কাসেম বেপারী, পৌর শ্রমিক দলের সভাপতি ইব্রাহিম সিকদার, সাংগঠনিক সম্পাদক রাসেল সিকদার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সুমন বিশ্বাস, ছাত্রনেতা ফাহিম সিকদার সহ মেহেন্দিগঞ্জ উপজেলা, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।