শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হিজলায় যুবদলের র‌্যালি ও সমাবেশ

কাজল দে, হিজলা প্রতিনিধি
জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের হিজলায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন ও সদস্য সচিব আমির বাঘা’র নেতৃত্বে র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু। উপজেলার খুন্না বাজার থেকে শুরু হওয়া র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।পরে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে এবং নতুন বাংলাদেশে নতুন সরকার গঠন করে জাতীয় উন্নয়নে কাজ করবে। এতে যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরো বলেন,যুবদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর কোনো অভাব থাকবে না। আমাদের হিজলা উপজেলা যুবদলের মধ্যে কোনো বিভাজন নেই।দল যাকে মনোনয়ন দিবে আগামী নির্বাচনে আমরা সবাই তার হয়ে ধানের শীষের জন্য কাজ করবো।তারা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, যেন কোনো স্বৈরাচারের দোসর ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে,সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

হিজলা উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব আমির বাঘা। সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠান সঞ্চালনা করেন হিজলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন তালুকদার।

আরো পড়ুন

‎গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

‎সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *