আজিম উদ্দিন খান লালমোহন
ভোলার লালমোহনে ইসলামিক মডেল মাদরাসার শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
হয়েছে। শনিবার (১নভেম্বর) সকালে ইসলামিক মডেল মাদরাসার হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লালমোহন ইসলামিক মডেল মাদরাসার পরিচালক অধ্যাপক এমএ জাহেরের সভাপতিত্বে,লালমোহন মডেল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আজিমউদ্দিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিরাজুল ইসলাম, এসময় তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হয়,তবে ওই সন্তানের অবশ্যই ভালো শিক্ষিত ও মেধাবী হবে।

তিনি আরো বলেন,আপনারা সন্তানদেরকে বেশী চাপ প্রয়োগ করবেন না।আপনাদের কাজ হলো সন্তানরা বলতে, লিখতে,পড়তে পারে কিনা সেদিকে খেয়াল করা, তাদেরকে মোটিভেশন দিবেন, আপনি যদি তার ব্রেনকে বুঝিয়ে দিতে পারেন তাহলে সে তার স্বপ্ন পূরণ না করে আর ঘুমাবে না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইসলামী সমাজকল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক মাওলানা আ: মালেক। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জামে মসজিদের সভাপতি আবুল বাশার সেলিম, অধ্যাপক হাসানুজ্জামান হাওলাদার।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন,মোঃ মনিরুল ইসলাম মিন্টু, অধ্যক্ষ মাওলানা মোঃ শফিউল্লাহ, প্রভাষক এম . ফারুক ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা এম এ হাসান।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, লালমোহন ইসলামিক মডেল মাদরাসার সরকারি পরিচালক মাওলানা মোঃ লোকমান হোসেন ও রিয়াজ উদ্দিন প্রমুখ। উল্লেখ্য বক্তৃতার মাঝে মাঝে শিক্ষার্থীদের ইংরেজি ও আরবী ভাষায় বক্তব্য ও সাংস্কৃতিক পরিবেশনা আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। এসময় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি সিদ্দিক হায়দারসহ সমাজ কল্যাণ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে গত বছরের চুড়ান্ত পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।